এটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু’ভাগে বিভক্ত।
প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে।
আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন:
-আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ।
-আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব
-তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা
-আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ}
-বিবিধ বিষয়াবলী
-ঝাড়-ফুঁক
- দোআ
- আযকার
- ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ
- ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ
- চিরন্তন যাত্রা
Share
Use the QR code to easily share the message of Islam with others