- বসার পূর্বে মসজিদের তাহিয়্যাহ (সালাম) হিসাবে দু’রাকাত সালাত আদায় করা মুস্তাহাব।
- এই নির্দেশ তার জন্যে যে বসার ইচ্ছা করল। আর যে মসজিদে প্রবেশ করল আর বসার পূর্বেই বের হয়ে আসল এ আদেশ তাকে অন্তর্ভুক্ত করবে না।
- লোকদের সালাতরত বস্থায় যখন কোন মুসল্লি মসজিদে প্রবেশ করবে এবং তাদের সাথে সালাতে শরীক হবে, তবে তাকেে এই দু’রাকাত সালাত আদায় করতে হবে না ।