/ “যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।

“যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।

আবূ কাতাদাহ আস-সালামী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

যে ব্যক্তি যে কোনো সময়, যেকোন উদ্দেশ্যে মসজিদে আসলে নবী সাল্লালল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বসার পূর্বে দু’রাকাত সালাত আদায় করতে উদ্বুদ্ধ করেছেন। আর এই দুই রাকাত হলো তাহিয়্যাতুল মসজিদের দু’রাকাত।

Hadeeth benefits

  1. বসার পূর্বে মসজিদের তাহিয়্যাহ (সালাম) হিসাবে দু’রাকাত সালাত আদায় করা মুস্তাহাব।
  2. এই নির্দেশ তার জন্যে যে বসার ইচ্ছা করল। আর যে মসজিদে প্রবেশ করল আর বসার পূর্বেই বের হয়ে আসল এ আদেশ তাকে অন্তর্ভুক্ত করবে না।
  3. লোকদের সালাতরত বস্থায় যখন কোন মুসল্লি মসজিদে প্রবেশ করবে এবং তাদের সাথে সালাতে শরীক হবে, তবে তাকেে এই দু’রাকাত সালাত আদায় করতে হবে না ।