- তাশাহহুদ পড়ার সময় হলো প্রত্যেক সালাতের শেষ রাক‘আতের সিজদার পরে বসা অবস্থায় এবং তিন বা চার রাক‘আত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাক‘আত শেষ করে।
- তাশাহহুদে আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত অন্যান্য শব্দাবলী দ্বারাও তাশাহহুদ পাঠ করা যায়।
- সালাতে পছন্দমতো দু‘আ করা জায়েয; যতক্ষণ তা গুনাহের জন্যে না হবে।
- দু‘আর ক্ষেত্রে নিজের জন্যে আগে শুরু করা মুস্তাহাব।