- গোসল দুই প্রকার: যথেষ্ট হয়ে যায় এমন গোসল ও পরিপূর্ণ গোসল। যথেষ্ট গোসল হলো একজন ব্যক্তি নিজেকে পবিত্র করার নিয়ত করবে, তারপর কুলি ও নাকে পানি দেওয়াসহ তার সমস্ত শরীরে পানি প্রবাহিত করবে। অন্যদিকে পরিপূর্ণ গোসল হলো, এ হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছেন সেভাবে গোসল করা।
- বীর্যপাত ঘটলে বা সহবাস করলে যদিও বীর্য নির্গত না হয়, গোসল ফরয হবে।
- স্বামী-স্ত্রী একে অপরের গুপ্তাঙ্গ দেখা এবং একই পাত্র থেকে তাদের গোসল করা জায়েয।