- হাদীসে ‘আলী রাদিয়াল্লাহু ‘আনহুর ফযীলত বর্ণিত হয়েছে; এমনকি লজ্জাবোধ তাকে কারো মাধ্যমে প্রশ্ন করা থেকে বিরত রাখেনি।
- ফতোয়া তালাশের ক্ষেত্রে কাউকে প্রতিনিধি করা জায়েয।
- প্রয়োজনে নিজের লজ্জাকর কোন সংবাদ অন্য ব্যক্তি কে দেওয়া জায়েয।
- মাযী অপবিত্র এবং তা শরীর ও কাপড় থেকে ধৌত করা ওয়াজিব।
- মাযী বের হওয়া অযু ভঙ্গের কারণ।
- মাযীর কারণে পুরুষাঙ্গ ও অন্ডকোষ ধৌত করা ওয়াজিব, যা অন্য হাদীসে বর্ণিত হয়েছে।