- দু‘আ (চাওয়া - ডাকা ) একটি ইবাদত, যা আল্লাহ ব্যতীত কারো কাছে নিবেদন করা যায় না।
- তাওহীদের ফযীলত; যে ব্যক্তি তাওহীদের উপর মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে; যদিও তাকে তার কতিপয় গুনাহের কারণে শাস্তি দেয়া হয়।
- শির্কের ভয়াবহতা; যে ব্যক্তি শির্কের ওপর মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে।