- কল্যাণকর কাজে উৎসাহ প্রদান করা; যদিও তা যত কম হোক। অকল্যাণ কাজ থেকে ভীতিপ্রদর্শন; যদিও তা কম হোক।
- একজন মুসলিমের জীবনে আল্লাহর কাছে আশা-আকাংখা ও তাঁর ভয়-ভীতি উভয়টি থাকা অত্যাবশ্যকীয়। তাছাড়া সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার কাছে হকের উপর অবিচল থাকার দু‘আ করা, যাতে সে আল্লাহর কাছে আত্মসমর্পনকারী হন এবং এ ব্যাপারে কোন অবস্থাতে নিজেকে ধোকায় না ফেলে।