তোমরা অবশ্যই সত্য অবলম্বন করবে; কেননা সত্য সৎকর্মের দিকে পরিচালিত করে আর সৎকর্ম পরিচালিত করে জান্নাতের দিকে।...
আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা অবশ্যই সত্য অবলম্বন করবে; কেননা সত্য সৎকর্মের দিকে পরিচালিত করে আর সৎকর্ম পরিচালিত করে জান্নাতের দিকে। কোনো ব্যক্তি যদি সত্য বলতে থাকে এবং সত্যের প্রতি সদা মনযোগ রাখতে থাকে শেষ পর্যন্ত সে আল্লাহর কাছেও সিদ্দীক তথা অতি সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে; কেননা মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যায়, আর অন্যায় নিয়ে যায় জাহান্নামের দিকে। কোনো বান্দা যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যার প্রতিই তার খেয়াল থাকে এমনকি শেষ পর্যন্ত আল্লাহর কাছেও সে কায্যাব তথা অতি মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
ব্যাখ্যা
এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা, সর্বদা সত্যবাদিতাকে আঁকড়ে ধরা, সত্য অনুসন্ধান করা, এর উত্তম ফলাফল এবং দুনিয়া ও আখিরাতে এর পরিণতির ব্যাপারে উৎসাহিত করেছেন। সুতরাং সত্যবাদিতা সমস্ত সৎকর্মের মূল, যা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। কোনো ব্যক্তি যখন সদাসর্বদা সত্যকে আঁকড়ে ধরে তখন আল্লাহ তার নাম সিদ্দীক তথা অতি সত্যবাদীদের নামের সাথে লিপিবদ্ধ করেন। এ হাদীসে ব্যক্তির উত্তম পরিণতি ও পরকালীন শাস্তি থেকে মুক্তির প্রতি ইঙ্গিত রয়েছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা থেকে সতর্ক করেছেন এবং মিথ্যার ক্ষতিকর দিক ও এর অশুভ পরিণতির ব্যাপারেও তিনি সাবধান করেছেন। মিথ্যা সকল পাপের মূল। আর পাপকর্ম জাহান্নামের দিকে নিয়ে যায়।
Share
Use the QR code to easily share the message of Islam with others