- দুনিয়ার পবিত্র জিনিসসমূহকে কোন প্রকার অপচয় ও দাম্ভিকতা ছাড়া ভোগ করা বৈধ, যেগুলোকে আল্লাহ তাঁর বান্দাহদের জন্য হালাল করেছেন।
- নেককার স্ত্রী বাছাই করতে উৎসাহ প্রদান করা হয়েছে; কেননা স্বামীকে তার রবের আনুগত্য করতে নেককার স্ত্রী সহযোগী।
- দুনিয়ার উত্তম উপভোগের বস্তু হলো সেগুলো যা আল্লাহর আনুগত্যে নিয়োজিত বা তাঁর আনুগত্যে সহযোগী।