- স্বামী-স্ত্রী উভয়ে উভয়কে দেওয়া শর্তাবলী পুরণ করা ওয়াজিব। তবে সেসব শর্তাবলী ব্যতীত যা হালালকে হারাম অথবা হারামকে হালাল করে।
- অন্যান্য শর্তাবলীর চেয়ে বিবাহ বন্ধনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ; কেননা এসব শর্তের কারণেই লজ্জাস্থান ভোগ করা হালাল।
- ইসলামে স্ত্রীর মর্যাদা অপরিসীম। তাই তার শর্তসমূহ পুরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।