- হাদীসে যিলহজ্বের দশ দিনের আমলের ফযীলত বর্ণিত হয়েছে। সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত এ দশদিনকে গনীমত হিসেবে গ্রহণ করা এবং এতে অধিক পরিমাণে আনুগত্যের কাজ যেমন: মহান আল্লাহর যিকির, কুরআন তিলাওয়াত,”আল্লাহু আকরব”, ”লা ইলাহা ইল্লাল্লাহ”, ”আলহামদুলিল্লাহ” বলা, সালাত, সাদাকা, সাওম ও সকল প্রকারের নেক আমল করা।